ক্রিকেটারদের জীবনের কথা ভেবেই স্থগিত রাখা হল আইপিএল(Ipl), জানালেন বিসিসিআই (bcci)সচিব জয় শাহ( jay shah)। আইপিএলের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বলে জানালেন তিনি।

এদিন জয় শাহ বলেন, “করোনা সঙ্কট এখনও কাটেনি। বরং বেড়েই চলছে। তাই বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল সর্বসম্মত ভাবে প্রতিযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিল। কারণ আইপিএলের সঙ্গে জড়িত একাধিক ক্রিকেটার, ম্যাচ আধিকারিক, মাঠ কর্মী, সম্প্রচারকারী চ্যানেলের লোকজনের জীবন বাজি রেখে আমরা আইপিএল আয়োজন করতে রাজি নই। তাই শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নেওয়া হল।”
ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বরুণ চক্রবর্তী, ঋদ্ধিমান সাহা, অমিত মিশ্রর মতো ক্রিকেটাররা। এর জেরে একাধিক দল ইতিমধ্যেই চলে গিয়েছে নিভৃতবাসে।
আরও পড়ুন:করোনার কারণে স্থগিত চলতি মরশুমের আইপিএল, জানালেন রাজীব শুক্লা







































































































































