এক ছোবলেই ছবি! মহাগুরু গেলেন কোথায়?

0
1

আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো…এক ছোবলেই ছবি॥

ভোটের আগে যুৎসই ভূমিপুত্র খুঁজতে নানা দিকে ছিপ ফেলে বসেছিলেন মোদি-শাহ। সৌরভ গাঙ্গুলির দুদফায় অসুস্থতার কারণে তাঁদের ছিপে শেষপর্যন্ত ওঠেন বাংলায় না থাকা মুম্বইবাসী এক বাঙালি। ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। সাতঘাটের জল খাওয়া প্রবাসী মহাগুরু এক জীবনে নকশাল, সিপিএম, তৃণমূল কংগ্রেসের পার্ট শেষ করে এবার বিজেপির ‘জয় শ্রীরাম’ স্ক্রিপ্ট নিয়ে নেমে পড়েছিলেন। ‘বহুরূপী’ মিঠুনকে পেয়ে হাতে চাঁদ পাওয়ার অবস্থা হয়েছিল গেরুয়া ব্রিগেডের। বাংলার সাম্প্রতিক রাজনীতির বিন্দুবিসর্গ না বুঝে মিঠুনও নেমে পড়েছিলেন নতুন স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করতে। সেটা কতটা ভালবেসে আর কতটা সিবিআই-ইডি-হোটেল বাঁচানো বা অন্য ঝামেলার ভয়ে, তা তো একদিন না একদিন প্রকাশ্যে আসবেই।

ভোটের বাজারে মহাগুরুর ডায়লগবাজি দেখতে-শুনতে বিরাট ভিড়-সিটি-হাততালি-উল্লাস! বাংলার রাজনীতির অন্দরমহলের কথা না বোঝা বহিরাগত ও রাজ্য বিজেপি (bjp) নেতারা ভাবলেন, মহাগুরুর টোটকায় বাংলা জয় সময়ের অপেক্ষা। তাঁরা কেউই ঘুণাক্ষরে বোঝেননি একটি সুপার-ফ্লপ ছবি উপহার দিতে চলেছেন বারবার রাজনৈতিক জার্সি বদলানো মিঠুন চক্রবর্তী। ২০০ পার করে বাংলায় সরকার গড়ার হুঙ্কার ছাড়ার পর বিজেপি নেতারা এখন দেখছেন, সত্যিই এক ছোবলে সব ছবি হয়ে গিয়েছে!

আর তারপর থেকেই কোনও খোঁজ নেই ডায়লগবাজ মহাগুরুর