ভোট মিটতেই ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ালো মোদি সরকার

0
1

বাংলা-সহ ৫ রাজ্যে ভোট (Assembly Election) পর্ব মিটতেই ফের স্বমহিমায় নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। নতুন করে বাড়ল পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) দাম। প্রায় ১৮ দিন বাদে জ্বালানির দাম ফের বাড়ালো কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম লিটার প্রতি ১৪ পয়সা বেড়ে হয়েছে ৯০.৭৬ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৮৩.৭৮ টাকা।

কলকাতার পাশাপাশি দেশের রাজধানী দিল্লিতেও পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ পয়সা ও ডিজেলে ১৬ পয়সা দাম বেড়েছে। পেট্রোল–ডিজেলের লাগাতার দাম বেড়ে যাওয়ার ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষ। বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবের ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
ভোট মেটার পরই পেট্রোল–ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে তৃণমূল।

Advt