তৃণমূলের (TMC) বিশাল জয়ের পর টুইটারে কটাক্ষ অভিনেতা (Actor) পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)। বলা ভালো, বিস্ফোরক মন্তব্য করেন টলিউডের এই তারকা। ছোট্ট এক লাইনের টুইটে পরমব্রত লিখলেন, এই বিশেষ ও স্মরণীয় দিনটিকে “বিশ্ব রগড়ানি দিবস” ঘোষণা করা হোক।


পরমব্রতের এই খোঁচা যে বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) উদ্দেশ করে বলা, তা সকলেই বুঝেছেন। ভোটের আগে একটা সময় দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, শিল্পীরা নিজেদের কাজ নিয়ে থাকুন। রাজনীতির লোকেদের উপর রাজনীতি ছেড়ে দেওয়া হোক। তাঁর কথায়, “আমরা এলে, প্রয়োজনে শিল্পীদের রগড়ে দেব।’ এই বক্তব্যের বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় সবর হন একের পর এক শিল্পী।

একদিকে দিলীপ ঘোষ শিল্পীদের ‘রগডানো’র মতো কুরুচিপূর্ণ মন্তব্য করছিলেন, পাশাপাশি বিজেপির সাংস্কৃতিক সেল গান বেঁধেছে। কোন গানটি মানুষের মনে বেশি ঠাঁই পাবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ একটা আলোড়ন পড়ে যায়। বাস্তবে দেখা যায়, অনির্বাণ ভট্টাচার্যের লেখা, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত গানের ভিডিও ।







































































































































