করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় তিরন্দাজ জয়ন্ত তালুকদার

0
4

করোনা( Corona)  আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতীয় তিরন্দাজ জয়ন্ত তালুকদার( jayanta talukdar)। গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।  করোনায় আক্রান্ত হওয়ার পরই জয়ন্তর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায়, হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এমুহূর্তে আইসিইউ-তে রয়েছেন এই তিরন্দাজ।

এই মুহূর্তে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন জয়ন্ত। ভারতীয় তিরন্দাজের দ্রুত আরোগ্য কামনা করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট করে লেখেন,” তিরন্দাজ জয়ন্ত তালুকদারের জন্য প্রার্থনা করি, উনি কোভিড থেকে দ্রুত সেরে ওঠুন।”

২০০৬ সালে এবং ২০১০ সালের এশিয়ান গেমসের ভারতের ব্রোঞ্জ পদক জয়ী দলের সদস্য ছিলেন জয়ন্ত। মার্চে টোকিও অলিম্পিক্সে এর জন্য যে দল ভারত থেকে টোকিও যাওয়ার কথা সেই তিরন্দাজি দলেও জায়গা করে নিয়েছেন জয়ন্ত তালুকদার।

আরও পড়ুন:করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন

Advt