করোনার( Corona) কারণে আইপিএল(ipl) সরে যেতে পারে মুম্বইতে। করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এমনই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। ফলে দিল্লি এবং আমদাবাদে চলতে থাকা লিগ সরতে পারে মুম্বইয়ে। এছাড়াও কলকাতা এবং বেঙ্গালুরুতে বাকি পর্ব গুলো হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে না বলেই খবর। ফলে আইপিএলের বাকি ম্যাচ হতে চলেছে বাণিজ্যনগরীতে।

কেকেআর শিবিরে করোনা হানা দেওয়ায় বাতিল হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ম্যাচ। সূত্রের খবর চেন্নাই সুপার কিংস দলেও একাধিক সদস্য করোনা আক্রান্ত হন। ফলে বুধবারের চেন্নাই এবং রাজস্থান রয়্যালস দলের খেলা হওয়ার কথা থাকলেও সেই ম্যাচ পরে হবে বলে জানিয়েছে বোর্ডের একটি সুত্র।
এই মুহুর্তে মুম্বইতে করোনার প্রকোপ কিছুটা কম। সেখানে ৩টি মাঠ থাকার ফলে, মুম্বইতে আইপিএল নিয়ে যেতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই মুম্বইয়ে হোটেলের খোঁজখবর নেওয়াও শুরু করে দিয়েছে বিসিসিআই। একই দিনে দুটো করে খেলাও হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস







































































































































