করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন

0
2

করোনায় ( corona) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন(prakash padukone )।জ্বর না কমায় শনিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করান হয়েছে তাঁকে। তবে এখন তিনি সুস্থ আছেন বলে জানান হয়।

প্রকাশ পাড়ুকোনের এক ঘনিষ্ঠ বন্ধু এদিন একটি সংবাদ সংস্থাকে বলেন,” ১০ দিন আগে প্রকাশ, তাঁর স্ত্রী উজ্জ্বলা এবং ছোট মেয়ে অনিশার উপসর্গ দেখা গিয়েছিল। করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। নিভৃতবাসে ছিল ওরা। প্রকাশের জ্বর না কমায় শনিবার হাসপাতালে ভর্তি করান হয় ওকে। এখন ঠিক আছে প্রকাশ। ২-৩ দিনের মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে। উজ্জ্বলা এবং অনিশা বাড়িতেই রয়েছেন।”

আরও পড়ুন:আইপিএল স্থগিত হতেই সমর্থকদের বিশেষ বার্তা আরসিবির

Advt