২৭ বছরের সম্পর্ক ভাঙলেন বিল ও মেলিন্ডা গেটস

0
1

বিল এবং মেলিন্ডা গেটস বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা করেছেন। ২৭ বছরের বৈবাহিক সম্পর্কে তাঁরা এখানেই ইতি টানলেন বলে ট্যুইট করে জানিয়েছেন গেটস দম্পতি। বিল গেটসের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই ট্যুইট করা হয়েছে।

মঙ্গলবার টুইট করে লেখেন, “২৭ বছরেরও বেশি সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। আমাদের তিন প্রতিভাবান সন্তান রয়েছে। আর একটা প্রতিষ্ঠান আছে যা বিশ্বজুড়ে সাধারণ মানুষের জন্য কাজ করে। এই প্রতিষ্ঠানের জন্য আগের মতোই আমরা একসঙ্গেই কাজ করব। তবে দম্পতি হিসেবে আমাদের সম্পর্কও এগিয়ে নিয়ে যেতে পারব, এই বিশ্বাস আর নেই। অনেক ভাবনা চিন্তা এবং আমাদের সম্পর্ককে বাঁচানোর অনেক চেষ্টার পর আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলাম।”

আরও পড়ুন-ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করেই  স্থগিত রাখা হল আইপিএল, জানালেন জয় শাহ

১৯৮৭ সালে Microsoft-এ থাকার সময় প্রথমবার মেলিন্ডার সঙ্গে দেখা হয়েছিল বিল গেটসের। তার পর ১৯৯৪ সালে বিল সাত পাকে বাধা পড়েন মেলিন্ডার সঙ্গে। শুরু হয় তাঁদের নতুন জীবন। আপাতত তাঁরা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে একসঙ্গেই কাজ করবেন বলে জানা যাচ্ছে।

Advt