ব্রিটেনে প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনোয়োগ করবেন সেরাম কর্তা

0
1

ভারতে টিকার আকাল। ঠিক এমন সময়ই ব্রিটেনে টিকা তৈরি করবেন সেরাম ইনস্টিটিউটের সিইও(CEO) আদার পুনাওয়ালা। এমনকি ব্রিটেনে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গবেষণার ক্ষেত্রে ৩৩ কোটি ৪০ লক্ষ ডলার বিনিয়োগও করবেন তিনি।সম্প্রতি এই ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
সোমবারই লন্ডনে বরিসের ডাউনিং স্ট্রিটের অফিস থেকে এ সম্পর্কীয় একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, ৩৩.৪ কোটি মার্কিন ডলার মূল্যের এই প্রকল্পে ব্রিটেনে টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং টিকা আরও উন্নত করতে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ব্রিটেনের ডাউনিং স্ট্রিট জার্নালে বলা হয়েছে, ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থার কর্তা আদারের ব্রিটেনে টিকা প্রস্তুত করার এই উদ্যোগ আসলে ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তিরই একটি অঙ্গ।ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আদার পুনাওয়ালার এই বিনিয়োগ ভারতের সঙ্গে হওয়া তাদের ১০০ কোটি ডলারের চুক্তিরই একটি অঙ্গ, যা দু’দেশেই প্রচুর কাজের সুযোগ তৈরি করবে।

Advt