বিপুল জয়ের কৃতিত্ব তৃণমূলস্তরের কর্মীদের দিলেন অভিষেক

0
1

২০২১-এর নির্বাচনী নেপথ্যের নায়ক তিনি। কিন্তু জয়ের পরে সংবাদমাধ্যমের সামনে এসে কোনও বিবৃতি দেননি। নিজেকে প্রকাশ করার কোন চেষ্টাই করেননি। তবে, নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) তৃণমূলের(Tmc) এই বিপুল জয়ের জন্য দলের তৃণমূলস্তরের কর্মীদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)।

তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই বিশাল জনাদেশের জন্য আমি জনগণকে ধন্যবাদ জানাতে চাই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তৃণমূলস্তরের কর্মীদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনাদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম এই জয়ে অপরিহার্য ছিল।
সবাইকে আমার শুভেচ্ছা!”

প্রচারে গিয়েও অভিষেক বারবার বলেছেন, কর্মীরাই তৃণমূলের সম্পদ। সে কারণে জয়ের পর কর্মীদেরই কৃতজ্ঞতা জানালেন যুব তৃণমূল সভাপতি।

Advt