দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৫০ হাজার ছুঁইছুঁই, একদিনে করোনায় মৃত্যু ৩৪৪৯ জনের

0
1

গত শনিবার করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গণ্ডি পেরোলেও তিন ধরে সামান্য হলেও কমেছে সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। সোমবার যা ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৪৯ জনের।

দেশে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২ লক্ষ ৮২ হাজার ৮৩৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩। এই পরিস্থিতির মধ্যেই দেশে চলছে কোভিডের টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন মাত্র ১৭ লক্ষ ৩৪ হাজার ৭১৪ জন। এ নিয়ে দেশে টিকার মোট ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ৮৯ লক্ষ।

আরও পড়ুন-প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের মতো রাজ্যগুলিতে সামান্য হলেও কমেছে দৈনিক আক্রান্তের। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তএর সংখ্যা ৫০ হাজারের নীচে। দিল্লিতেও আক্রান্তের সংখ্যা নেমেছে ২০ হাজারের নীচে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫০১ জন। একদিনে বাংলায় মৃত্যু হয়ছে ৯৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৮০ হাজার ৮৯৪ জন। মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ১ হাজার ৬১৫ জনের।

Advt