চলছে গণনা। বাংলার মসনদে কে বসবে? গণনা শেষ হতে রাত হতে পারে। কিন্তু দুপুর দেড়টাতেই ২০২ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আর তার মধ্যেই জয় সম্পর্কে নিশ্চিত তৃণমূল। করোনা পরিস্থিতির মধ্যে ছোট ছোট জমায়েত এবং উৎসবের ছবি উঠে আসছে।
কালীঘাট সহ রাজ্যজুড়ে উৎসবের ছবি তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। যদিও নির্বাচন কমিশনের নির্দেশ, জমায়েত করা যাবেনা এবং বিজয় মিছিলও করা যাবে না। এমনটা তারা আগেই জানিয়েছিল। বড় জমায়েত না হলেও ছোট ছোট জমায়েত করে আবিরখেলা, মিষ্টি মুখ এবং খেলা হবে স্লোগান চলছে।





























































































































