শনিবার চেন্নাই সুপার কিংসে ( Chennai super kings) বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance)। এই জয়ের আসল নায়ক পোলার্ড। ৩৪ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে পোলার্ডের প্রশংসায় অধিনায়ক রোহিত শর্মা( rohit sharma)।

এদিন রোহিত বলেন,” অন্যতম সেরা একটা টি-২০ ম্যাচের সাক্ষী থাকলাম। এরকম রান তাড়া আগে দেখিনি। পোলার্ডের অন্যতম সেরা ইনিংস। বাইরে থেকে দেখে দারুণ লাগছিল। পিচ ভাল ছিল, ছোট মাঠ, চেন্নাইয়ের ইনিংস শেষ হওয়ার পরেও আমরা ইতিবাচক ছিলাম। শুরুটা ভাল হয়েছিল। ক্রিজে গিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলাম। ক্রুনাল-পোলার্ডের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল।”
চেন্নাই বিরুদ্ধে সেরকভাবে সফল নন মুম্বই বোলাররা। কিন্তু রোহিত এ নিয়ে ভাবতে রাজি নন। বরং বোলারদের পাশে দাড়ালেন হিটম্যান। রোহিত বলেন,” ওদের পাশে দাঁড়াতেই হবে। রাজস্থান ম্যাচে বোলারদের জন্যেই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছিলাম। আমি নিশ্চিত ভবিষ্যতে ওরা আমাদের আরও ম্যাচ জেতাবে।”
আরও পড়ুন:শতবর্ষে সত্যজিৎ: অভিনব উদ্যোগ কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের







































































































































