বার্টলারের ব‍্যাটে ভর করে হায়দরাবাদকে হারাল রাজস্থান রয়‍্যালস

0
1

রবিবার আইপিএলে( ipl) ম‍্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে (  sunrisers hyderabad) হারাল রাজস্থান রয়‍্যালস( rajasthan royals)। এদিন হায়দরাবাদকে  ৫৫ রানে সঞ্জু স‍্যামসনের ( sanju samsan)দল। রাজস্থানের হয়ে দুরন্ত ব‍্যাটিং জস বার্টলারের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২২০ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত ব‍্যাটিং জস বার্টলারের। ১২৪ রান করেন তিনি। ৪৮ রান করেন সঞ্জু। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন সন্দিপ শর্মা, রশিদ খান এবং বিজয় শঙ্কর।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬৫ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। হায়দরাবাদের হয়ে লড়াই চালান মণিশ পাণ্ডে এবং জনি ব্রিস্টো। ৩১ রান করেন মণিশ। ৩০ রান করেন ব্রিস্টো। ২০ রান করেন উইলিয়ামসন। রাজস্থানের হয়ে তিনটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমন এবং ক্রিস মরিশ।একটি করে উইকেট নেন কার্তিক তেয়াগি এবং রাহুল তেহটিয়া।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সের টিকিট পেলেন প্রণতি

Advt