ল্যান্ডস্লাইড জয়ের পরও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে বিধানসভা নির্বাচন জয়ের পরে রবিবার সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ভয়ঙ্কর পক্ষপাতিত্ব করেছে কমিশন। তাঁর মতে, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী বিজেপির (Bjp) পক্ষ নিয়ে নির্বাচন না করালে গেরুয়া শিবির যে কটা পেয়েছে, সেটুকুও তারা পেত না। এবার নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে অভিযোগ জানাতে সাংবিধানিক বেঞ্চে যাবেন বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন- হারের দুঃখ চেপে মমতাকে জয়ের অভিনন্দন রাজনাথ- নির্মলার
ভোট প্রচারে শেষের দিকে পুলিশ পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ চ্যাটের তথ্য প্রকাশ করে সুপ্রিমকোর্টে অভিযোগ জানানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পরেও তিনি কমিশনের বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগরে দিলেন।
আরও পড়ুন- ৩ বছরে ৩৮ শতাংশ ভোটবৃদ্ধি গেরুয়ার, এবার একাই রুখে দিলেন মমতা






























































































































