জল্পনা ছিল ভোট পরেই ফের লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) আগেই জানিয়ে দিয়েছিলেন, লকডাউন (Lockdown) করতে চান না তিনি। তাতে জীবন-জীবিকার সমস্যা হয়। তবে এবার নিউ নর্মাল পরিস্থিতিতে যে ধরনের নিষেধাজ্ঞা বজায় ছিল সেটাই আরোপ করছে সরকার। বেড়ে চলা করোনা সংক্রমণ আটকাতে রাজ্য সরকার নয়া নির্দেশিকা জারি করেছে। সেই অনুযায়ী, ফের বন্ধ হচ্ছে শপিং কমপ্লেক্স, মল (Mall), সিনেমা হল (Cinema Hall), সুইমিং পুল, জিম (Gym), স্পোর্টস কমপ্লেক্স, বিউটি পার্লার, স্পা, রেস্তোরাঁ (Restaurants), বার (Bar)। এছাড়াও সব ধরণের জমায়েতে নিষেধাজ্ঞা থাকছে। শুক্রবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
খাদ্য দ্রব্য ছাড়া বাকি সমস্ত হোম ডেলিভারিও বন্ধ থাকবে। যেহেতু রেস্তোরাঁ বন্ধ রাখা হচ্ছে, সেই কারণে খাবারের হোম ডেলিভারির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
এর পাশাপাশি বাজার খোলা নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।
• বাজার খোলা থাকবে সকাল 7 টা থেকে 10 টা এবং বিকেল 3টে থেকে 5 টা।
• এই আওতা থেকে বাদ ওষুধ ও মুদির দোকান।
নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিল নিয়ে নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা জারি করেছে, তাও বহাল থাকবে বলে এই নির্দেশিকায় জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে আইনানুগ পদক্ষেপ করা হবে। সূত্রের খবর, ধীরে ধীরে এই বন্ধের প্রক্রিয়া আরও বাড়াবে রাজ্য সরকার।





































































































































