বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের ( Kkr) বিরুদ্ধে পৃথ্বী শাহের ( prithvi shah) ব্যাটিং দেখে মুগ্ধ বীরেন্দ্র সেহবাগ( virendra sehwag)। কেকেআরের বিরুদ্ধে শিভম মাভিকে প্রথম ওভারে টানা ছ’টি চার মারেন পৃথ্বী। পৃথ্বীর এই ব্যাটিং এ মুগ্ধ হয়েছেন সেহবাগ।

এদিন সোশ্যাল মিডিয়ায় সেহবাগ লেখেন,” নিজের ক্রিকেটজীবনে কখনও টানা ছ’টি চার মারতে পারেননি। ৬ বলে ৬টা চার মানে প্রতিটি বল নিখুঁত জায়গা দিয়ে মারতে হয়েছে, যেটা মোটেই সহজ ব্যাপার নয়। কেরিয়ারে ওপেন করতে নেমে বহুবার ৬ বলে ৬টা চার বা ছয় মারার চেষ্টা করেছি। কিন্তু কোনওদিন পারিনি। এই কাজ করতে গেলে দুর্দান্ত সময়জ্ঞান এবং ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে নেওয়ার ক্ষমতা থাকা দরকার। আর সেটা পৃথ্বী বুঝেছে। এমন ইনিংস খেলার জন্য পৃথ্বীকে কুর্নিশ।”
আরও পড়ুন:কলকাতা ম্যাচে নজির গড়লেন শিখর






































































































































