বিচার চাই: চোখের জল মুছে ভোট দিল জোড়পাটকি

0
2

চোখের জল মুছে ভোটের লাইনে দাঁড়িয়েছিল শীতলকুচির (Shitalkuchi) জোড়পাটকি। আর বৃহস্পতিবার, শেষদফায় ভোট দিয়ে শীতলখুচি-কাণ্ডে নিহত ৪ জনের পরিবারের সদস্যরা ভোট দিয়ে জানালেন, “ভোট দিয়েছি বিচারের আশায়”।

চতুর্থ দফার ভোটে গ্রহণের দিন কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে জোড়পাটকির ১২৬ নম্বর বুথে বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার স্থানীয় বাসিন্দা- সমিউল মিয়াঁ, মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ এবং নুর ইসলাম মিয়াঁর। ঘটনার জেরে ওই বুথে ভোট স্থগিত করা হয়। বৃহস্পতিবার, ফের ভোটগ্রহণ হয় আমতলির মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। ভোটকেন্দ্রে ঢুকেই কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা।

নিহত মনিরুলের স্ত্রী রাহিনার মতে, তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাঁর স্বামীর মৃত্যুর ঘটনা বিচারের আশায় ভোট দিয়েছেন। “দোষীদের উপযুক্ত শাস্তি চাই।’’ ভোট দেন নিহত হামিদুলের বাবা দিল মহম্মদ মিয়াঁ। ছেলের মৃত্যুর বিচার চান তিনিও।

আরও পড়ুন:করোনায় বেহাল ভারত, ফের মোদিকে কাঠগড়ায় তুলল আন্তর্জাতিক সংবাদমাধ্যম

১০ এপ্রিলের ঘটনা তাড়া করলেও, বৃহস্পতিবার জোড়পাটকিতে অবশ্য নির্বিঘ্নেই ভোট মিটেছে। কমিশন সূত্রে খবর, ভোট পড়েছে ৮৪.২৬ শতাংশ। এখন নিহতদের পরিবার বিচার পান কি না তার আভাস পাওয়া যাবে দোসরা মে।

Advt