ফের অনিশ্চয়তার কালো মেঘ বাংলা সিরিয়ালের (bangla serial) আকাশে ! করোনা-আবহে ফের বন্ধ হতে চলেছে সিরিয়ালের শুটিং-পর্ব, এমনই আশঙ্কা টলিপাড়ায়৷ ভয়াবহ সংক্রমণ থাবা বসিয়েছে টলিউডেও (tollygunge) উদ্বেগ বাড়ছে শিল্পী, পরিচালক, কলাকুশলীদের৷ সকলেই প্রায় নিশ্চিত, যে কোনও মুহুর্তে টলিপাড়ায় লকডাউন ঘোষণা হতে পারে৷ ফেডারেশন জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠক ডাকা হয়েছে৷ কার্যকরী সমিতিরও বৈঠক হবে দু-একদিনের মধ্যে৷ এই বৈঠকে সংখ্যাগরিষ্ঠ অংশ যদি লকডাউনের পক্ষে মতপ্রকাশ করে, তাহলে সেই অনুসারেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে৷