মাটিতে ফেলে বেধড়ক মার- পাথরবৃষ্টি, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা বেলেঘাটায়

0
1

বাংলায় চলছে নবান্ন দখলের লড়াই। মিটিং-মিছিল-সভা করতে দিল্লি থেকে ছুটে এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। বাংলাকে পাখির চোখ করে করোনা পরিস্থিতির মধ্যেও আট দফার নির্বাচনের ঘোষণা করেছে কমিশনে। শান্তিপূর্ণ ভোট করাতেই এই আট দফা বলে সাফাই দিয়েছিল কমিশন। কিন্তু না, তাতেও শেষরক্ষা হয়নি। নির্বাচনের শেষ দিনেও রণক্ষেত্রের চেহারা নিল বেলঘাটা। এদিন রাজবল্লভপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে। বচসা এমন পর্যায়ে পৌঁছয়, যে বাঁশ-লাঠি-হকি স্টিক দিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়। চলে পাথরবৃষ্টি। দু’তরফে বেশ কয়েকজন আহত হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। দু’পক্ষ থেকে বোতল ও পাথর ছোড়াছুড়ি শুরু হয়। ফলে রণক্ষেত্রের চেহারা নেয় বেলেঘাটা এলাকা। ঘটনার সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে তাতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।
পুলিশ সূত্রে জানা গেছে, কর্মীদের বাড়ি ভাঙচুর ও ভোটদানে বাধার অভিযোগ পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। মাটিতে ফেলে দু’দলের মধ্যে ব্যাপক মারধর হয়। এমনকি ঘটনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখান থেকে জমায়েত তুলে দেয় পুলিশ।

Advt