করোনায় প্রয়াত তেহট্টের বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর দত্ত

0
1

করোনায় (covid) আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তেহট্টের বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর দত্ত (gourishankar dutta)। বয়স হয়েছিল ৭০ বছর। শারীরিক অসুস্থতার কারণে এবার তাঁকে বিধানসভার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। বিধানসভার টিকিট না পাওয়ার ক্ষোভে তিনি গত মাসে বিজেপিতে যোগ দেন। বিজেপিও অবশ্য তাঁকে টিকিট দেয়নি। গত কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৃণমূলের নদিয়া জেলার প্রাক্তন সভাপতি গৌরীশঙ্কর দত্ত। এদিন তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- টিকার যোগান নিয়ে হুমকি, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন সেরাম কর্তা

Advt