ভোটের মধ্যেই তারাপীঠে পুজো দিলেন সিআরপিএফ আধিকারিক, ঘটনার রিপোর্ট তলব কমিশনের

0
2

বীরভূমে ভোটের মধ্যেই তারাপীঠে পুজো দিতে গেলেন সিআরপিএফ আধিকারিক। কিন্তু কীভাবে কোনও আধিকারিক কর্তব্যরত অবস্থায় মন্দিরে পুজো দিতে যেতে পারেন! ডিউটি ছেড়ে এভাবে পুজো দিতে যেতে পারেন কোনও আধিকারিক? উঠছে প্রশ্ন।

বৃহস্পতিবার অষ্টম দফা ভোটের দিন উর্দি পরেই কেন্দ্রীয় বাহিনীর পদস্থ আধিকারিক সহ তারাপীঠে পুজো দিতে দেখা গেল তাঁর বাহিনীর সদস্যরাও। অস্ত্র-শস্ত্র নিয়েই ওই কর্তা তারাপীঠ দর্শন করেছেন। তাঁর দর্শন এবং পুজো দেওয়ার ভিডিয়োও তুলেছেন তাঁর বাহিনীর সদস্যরাই। ইতিমধ্যেই গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন-এক অভিনব উদ‍্যোগ নিল সিএবি, টিকাকরণ ক্যাম্পের ব‍্যবস্থা করলেন অভিষেক ডালমিয়া   

শেষ দফার ভোটে বীরভূমেই সবচেয়ে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনা নিয়ে টুইট করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লিখেছেন, ‘ভোটের ব্যস্ততম সময়ে আশ্চর্যভাবে সিআরপিএফের আইজি-কে তারাপীঠে পুজো দিতে দেখা গিয়েছে। উনি কি নিজের কাজ এবং দায়িত্ব সম্পর্কে অবহিত! এই ঘটনা সাধারণ মানুষের কাছে গভীর চিন্তার’।

Advt