করোনার গোষ্ঠী সংক্রমণ এড়াতে চার দিন বন্ধ থাকছে কলকাতার ৫ বাজার। 

0
2

মহানগর জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। একজনের থেকে সংক্রমিত হয়ে পড়ছেন বহুজন। এই অবস্থায় অবিলম্বে গোষ্ঠী সংক্রমণের চেন ভাঙ্গা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । তাই কলকাতার বেশ কিছু বাজার (Kolkata Market) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশন। সিদ্ধান্ত হয়েছে শহরের বেশ কয়েকটি প্রধান অ-অপরিহার্য পণ্য বাজার (Kolkata Non Essential goods market) বন্ধ রাখা হবে চার দিন।

নিত্য ও অপরিহার্য দ্রব্যের দোকানগুলো খোলা থাকলেও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ রাখা হবে বাজার । সেগুলি হল, চাঁদনি চক, প্রিন্সেপ স্ট্রিট, এজরা স্ট্রিট, ম্যাংগো লেন ও ক্যানিং স্ট্রিট । এ ছাড়াও পোস্তা বাজার ও অন্যান্য কিছু বাজার যেগুলিতে খাদ্য দ্রব্য ও অন্যান্য অপরিহার্য সামগ্রী পাওয়া সেগুলি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন( CWBTA )। সংগঠনের প্রধান সুশীল পোদ্দার এদিন জানান, “আমাদের সকল ব্যবসায়ী সদস্যদের কাছে আমাদের আবেদন তারা যেন আগামী চারদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাঁদের দোকান বন্ধ রাখেন। যেহেতু করোনা সাংঘাতিকভাবে ছড়াচ্ছে এই সিদ্ধান্ত নিতে হল। ‘

প্রসঙ্গত, গত সপ্তাহেই করোনাজনিত পরিস্থিতির জেরে উত্তর ২৪ পরগনার বরানগরে নির্দিষ্ট সময়ের পর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরাহনগর থানা ও বরাহনগর পুরসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে। তারপর আর বাজার, দোকান খোলা রাখা যাবে না।

Advt