অষ্টম দফায় বিক্ষিপ্ত অশান্তিতে উত্তপ্ত বীরভূম

0
1

ভোটের শেষ দফায় অশান্তি অব্যাহত বোলপুরে। অশান্তির আঁচ পেয়ে আগে থেকেই বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বীরভূমে। কিন্তু তাতেও জায়গায় জায়গায় অশান্তির খবর আসছে। নির্বাচনের শুরুর আগের রাতেই বোলপুর বিধানসভার অন্তর্গত পাড়ুইয়ে উত্তেজনা চরমে পৌঁছয়। নানুরের বাতিকার গ্রামে তৃণমূলের ইলামবাজার ব্লকের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা রহমানের নির্মীয়মাণ বাড়িতে বোমাবাজি চালানো হয় বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। অশান্তির খবর পেতেই এলাকায় যায় পাড়ুই থানার পুলিশ। এরপর ঘটনাস্থল পরিদর্শন করতেই সেখান থকে উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে। যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
অন্যদিকে অষ্টম দফার শুরুতেই বীরভূমের লাভপুরে বিধানসভার পূর্ণ গ্রামে ১৩২ নম্বর বুথের বাইরে জমায়েত হতেই তৃণমূল- বিজেপি সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের নিয়ে জমায়েত করছে বিজেপি। তাই তারা প্রতিবাদ করতেই দু’দলের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে তারা।

Advt