নয়না বন্দ্যোপাধ্যায়কে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

0
1

বার বার একই ঘটনা ঘটে চলেছে। অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণপর্বেও তার ব্যতিক্রম ঘটলো না । তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দিল কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সকালে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় মেট্রোপলিটন ইনস্টিটিউটের বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, বাহিনীর জওয়ানরা নয়না বন্দ্যোপাধ্যায়কে তিনি কে, কোন দলের প্রার্থী, ভোটের সময় কেন এখানে এসেছে বারবার এইসব প্রশ্ন করতে থাকে। নয়না নির্বাচন কমিশনের দেওয়া আইডেন্টিটি কার্ড দেখিয়ে বাহিনীর জওয়ানদের জবাব দিলেও তারা তা মানতে চায়নি বলে অভিযোগ। নয়না বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রার্থীর গলায় আই কার্ড ঝোলানো থাকা সত্ত্বেও কেন এই আচরণ কেন্দ্রীয় বাহিনীর? কোন দলের প্রার্থী সেটা কেন জিগ্যেস করবে কেন্দ্রীয় বাহিনী? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এর জবাব জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।