ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন করোনা টিকা কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) আদর পুনাওয়ালা। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ’বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
১৬ এপ্রিল এসআইআই-এর ডিরেক্টার প্রকাশ কুমার সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে পুনাওয়ালার নিরাপত্তার আবেদন জানিয়ে একটি চিঠি লেখেন। এরপরই আদর পুনাওয়ালাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। দেশের সবগুলি রাজ্যেই তিনি এই নিরাপত্তা পাবেন। চিঠিতে প্রকাশ কুমার সিং জানান, কোভিশিল্ড-এর যোগান নিয়ে লাগাতার পুনাওয়ালার কাছে হুমকি আসছে। দেশের সবগুলি রাজ্যেই এই নিরাপত্তা পাবেন আদর পুনাওয়ালা।
প্রসঙ্গত, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআরপিএফ বা অন্য কেন্দ্রীয় আধাসেনার ১১ জন নিরাপত্তা কর্মী। তাঁদের মধ্যে এক বা দু’জন কমান্ডো।
উল্লেখ্য বুধবারই রাজ্য সরকারের জন্য ভ্যাকসিনের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সেরাম। কর্তা আদর পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, রাজ্য সরকার এ বার থেকে তাঁদের তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড কিনতে পারবেন ৩০০ টাকায়। পূর্ব নির্ধারিত দাম অনুযায়ী, ৪০০ টাকায় কোভিশিল্ড দেওয়ার কথা জানিয়েছিল সেরাম। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। কারণ, সেরাম বেসরকারি হাসপাতালকে ৬০০ ও রাজ্য সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিন দিলেও কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন দেবে বলে জানিয়েছিল। ভ্যাকসিনের দামের এই তারতম্যের জন্য বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়। এরপরই সিদ্ধান্ত বদলাল সেরাম।






























































































































