ভোটের আগেই নানুরে রাতভর বোমাবাজি, নজরবন্দি অনুব্রত মণ্ডল

0
1

ভোটের আগের রাতে রাতভর বোমাবাজি চলে নানুরের বেজরা গ্রামে । সাতসকালে রাস্তায় তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। নানুরের ১১২ নম্বর বুথের তৃণমূলের পোলিং এজেন্ট দেবদাস সরকারের বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাতে বোমাবাজির পাশাপাশি, তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং প্রাণঘাতের হুমকি দেয়। পাশাপাশি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও বিজেপির দাবি, ভোটের আগে গ্রামে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে শাসকদলই।
অন্যদিকে, ভোটের দিন সকাল থেকেই অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির হয়েছে আধাসেনার জওয়ান ও কমিশনের প্রতিনিধিরা। কথামত সকাল থেকেই ‘নজরবন্দি’ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

প্রসঙ্গত অষ্টম দফায় চার জেলায় ৩৫টি আসনে ভোটগ্রহণ। শেষ দফায় নজিরবিহীন নিরাপত্তা। কোভিড বিধি মেনে ভোট করানোই আজ কমিশনের চ্যালেঞ্জ। অষ্টম দফায় মোতায়েন প্রায় ৭৬ হাজার আধাসেনা । বীরভূমে মোতায়েন সবচেয়ে বেশি আধাসেনা।

Advt