ভোটের আগে সুষ্ঠু নির্বাচনের দোহাই দিয়ে দলের কর্মী-সমর্থকদের অবৈধভাবে আটক করার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ দিল তৃণমূল কংগ্রেস (Tmc)। দলের পক্ষে আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) নির্বাচন কমিশন-সহ পাঁচজনকে এই নোটিশ পাঠান তিনি। লেখেন, সুষ্ঠু নির্বাচন করার অজুহাতে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বেআইনিভাবে আটক করা হয়। এক্ষেত্রে বীরভূমে কমিশন অতিসক্রিয় বলেও চিঠিতে অভিযোগ করেন সঞ্জয় বসু। তিনি বলেন, এবারেও যদি এ ধরনের পদক্ষেপ কমিশন করে তাহলে তার বিরুদ্ধে তাঁর মক্কেল আদালতের দ্বারস্থ হবে।
সঞ্জয় বসু লেখেন, বেআইনিভাবে তৃণমূলের কর্মী-সমর্থকদের আটক করা যাবে না।
যদি আটক করা হয় তাহলে সঙ্গে সঙ্গে তাঁদের ছেড়ে দিতে হবে।
তৃণমূলের কর্মী-সমর্থকদের আটক বা গ্রেফতার ভয় দেখানো যাবে না।
এরকম কিছু হলে তাঁরা সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাবেন।
এর আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) পুলিশ পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ চ্যাটের তথ্য দিয়ে অভিযোগ করেছিলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের নেতা-কর্মীদের ভোট গ্রহণের আগের দিন থেকে আটক করে থানায় বসিয়ে রাখা হয়। ইতিমধ্যেই বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নজরবন্দি করেছে কমিশন। এবার তাদের দলের কর্মী-সমর্থকদের বেআইনি আটকের বিরুদ্ধে আইনি নোটিশ দিল তৃণমূল।
আরও পড়ুন- কমিশনের গণনা সংক্রান্ত নির্দেশিকা ‘বিভ্রান্তিকর’, জবাব চেয়ে চিঠি ডেরেক ও’ব্রায়েনের