আরও কঠিন হতে চলেছে আইপিএলের( ipl) জৈব সুরক্ষা বলয়। বুধবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের ( bcci) পক্ষ থেকে। করোনার কারণে এমন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।ফলে আইপিএলে থাকা ক্রিকেটারদের জীবন হতে চলেছে আরও কঠিন।

এদিন বোর্ডের তরফ থেকে জানান হয়,” দুদিন অন্তর অন্তর ক্রিকেটারদের কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে পাঁচদিন অন্তর অন্তর করা হত ক্রিকেটারদের করোনা টেস্ট। এছাড়াও বলয়ের মধ্যে থাকা কোনও ব্যক্তি বাইরে থেকে খাবার আনাতে পারবেন না। আইপিএলয়ের শুরুর দিকে বাইরে থেকে আনা খাবার ক্রিকেটাররা খেলেও, এবার এই সুবিধা তুলে নেওয়া হচ্ছে। জৈব বলয়ে সুরক্ষা ও সাবধানতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।”
ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। তাই এই ব্যবস্থা নিতে চলেছে বিসিসিআই। এছাড়াও করোনার আতঙ্কে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নাম সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। এরকম ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়, তার জন্য এমন ব্যবস্থা নিচ্ছে বোর্ড।
আরও পড়ুন:অক্সিজেনের অভাব মেটাতে এগিয়ে এল শ্রী সিমেন্ট






































































































































