চাপের মুখে কোভিশিল্ডের দাম কমাল সেরাম

0
3

চাপের মুখে এবার কোভিশিল্ডের (Covishield) দাম কমাল সেরাম ইনস্টিটিউট। ৪০০ টাকার বদলে ৩০০ টাকায় রাজ্য সরকারকে দেবে তারা। তবে, খোলা বাজারে ৬০০ টাকাতেই কিনতে হবে কোভিশিল্ড।

কেন্দ্রকে দেড়শো টাকায় আর রাজ্যকে ৪০০ টাকায় কোভিশিল্ড দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এমনকী খোলাবাজারে ৬০০ টাকা দামেরত বিরোধিতা করেন তিনি। এই দ্বিচারিতা নিয়ে টুইট (Twitte) করেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee) থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এরপরই রাজ্য সরকারকে দেওয়া ভ্যাকসিনের দাম ১০০ টাকা কমাল সেরাম। তবে খোলা বাজারের দাম একই রেখেছে তারা।

কলকাতায় এসেছে আরও ১০ লক্ষ কোভিডিল্ড। তার মধ্যে ৪ লক্ষ ডোজ পেয়েছে বাংলা। বাকি ৬ লক্ষ ডোজ হেস্টিংসের সেন্ট্রাল স্টোরে রাখা থাকছে। পরে তা অন্যান্য রাজ্যে পাঠানো হবে। রাজ্যের তরফ থেকে অভিযোগ, এই মুহূর্তে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম।

আরও পড়ুন- আবার অভিনয়ের জগতে ফিরছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়

Advt