দেশ জুড়ে ভয়াবহ আকার নিয়েছে করোনা পরিস্থিতি(Karuna situation)। প্রতিদিন রেকর্ড ভাঙছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভয়াবহ এই পরিস্থিতিতে ভারত(India) ছেড়ে পালানোর ধুম বেড়েছে দেশের ধনী পরিবার ও শিল্পপতিদের। করোনা থেকে বাঁচতে বিপুল সম্পত্তির মালিকরা পরিবার নিয়ে পাড়ি দিচ্ছেন বিদেশে(abroad)। কেউ যাচ্ছেন দুবাই। কেউবা মালদ্বীপ(Maldives), কেউ আবার লন্ডন বা ইউরোপ। গত ১৫ দিন ধরে দেশের অভ্যন্তরে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। সাধারণত প্রাইভেট জেটে এই আন্তর্জাতিক উড়ান চলছে। প্রাইভেট জেট সংস্থাগুলি তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি যে দেশগুলিতে ভারত ছেড়ে যাওয়ার প্রবণতা বেশি শুরু হয়েছে সেগুলি হল দুবাই, লন্ডন, ইউরোপ ও মালদ্বীপ। দেশ থেকে পালানোর জন্য বিপুল পরিমাণ টাকা খরচ করতেও আপত্তি নেই বিত্তশালীদের।
আরও পড়ুন:দিল্লি ম্যাচের আগে কেকেআরকে বিশেষ বার্তা ম্যাককুলামের
প্রাইভেট জেট সংস্থাগুলির তরফের জানা গিয়েছে, সাধারণত প্রাইভেট জেট ভাড়া হলে রিটার্ন জার্নির টাকা নেওয়া হয়। অর্থাৎ কেউ যদি ওই জেটে ফিরে না আসে তাহলেও তাকে দ্বিগুণ ভাড়া গুণতে হবে। জানা যাচ্ছে দিল্লি থেকে দুবাই প্রাইভেট জেটে ওয়ান ওয়ে ভাড়া ১৫ লক্ষ টাকা। এর সঙ্গে যুক্ত হচ্ছে খালি বিমান ফিরে আসার ভাড়াটাও। যদিও পালিয়েও শান্তি নেই, একাধিক দেশ ইতিমধ্যেই ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। ফলে কোন দেশ এখনো বিমান পরিষেবা ভারতের সঙ্গে বন্ধ করেনি তার অনুসন্ধান শুরু করেছে বিত্তশালীরা। এক্ষেত্রে সবার নজর এখন দ্বীপ রাষ্ট্রগুলিতে। এই সমস্ত জায়গায় থাকতে গেলে প্রাইভেট রিসর্টে থাকতে হয়। এখানেই ভিড় জমাচ্ছেন ভারতের ধনীরা। যাত্রীবাহী বিমানে উঠতে তাদের আপত্তির অন্যতম কারণ করোনা সংক্রমণ। ফলে প্রাইভেট জেটের ব্যবসা ও চাহিদা এখন তুঙ্গে উঠেছে।