নজর এড়িয়ে ‘বেপাত্তা’ অনুব্রতকে নোটিশ দিয়ে সতর্ক করল কমিশন

0
1

বুধবার সকাল থেকেই খবরে বীরভূম। কেন্দ্রীয় বাহিনী বা তাঁর সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেটকে নির্দিষ্টভাবে কিছু না জানিয়েই হঠাৎ বেপাত্তা হয়ে যান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতর খোঁজে হন্যে হয়ে ঘুরছিল কেন্দ্রীয় বাহিনী। অনেক খোঁজাখুঁজির পর শেষপর্যন্ত তাঁর খোঁজ মেলে তারাপীঠে। এই জন্য অনুব্রতকে নোটিশ দিল প্রশাসন।

সূত্রের খবর, বুধবার ফের কমিশনের তরফে অনুব্রতকে নোটিশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্দেশ মেনে নজরদারিতেই থাকতে হবে বীরভূমের তৃণমূল সভাপতিকে। এছাড়াও বলা হয়েছে, নজরবন্দি থাকাকালীন এভাবে উধাও হয়ে যেতে তিনি পারেন না। তাঁর গন্তব্য ও কর্মসূচির পুরোটাই তাঁর সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার কমিশন জানায়, আগামী ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি থাকবেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত। ভিডিয়োগ্রাফির মাধ্যমে নজর রাখা হবে অনুব্রতর উপর। এ ছাড়া তাঁর সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং এগ্‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

তারপর বুধবার সকালে গাড়ি করে বের হন অনুব্রত। তারপর দশ মিনিট বাদে তাঁর গাড়ি অনুসরণ করতে শুরু করে কমিশনের আধিকারিকরা। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ বেপাত্তা হয়ে যায় অনুব্রত মণ্ডলের গাড়ি। হন্যে হয়ে অনুব্রতকে খুঁজতে থাকেন কেন্দ্রীয় বাহিনী। প্রায় আড়াই ঘণ্টার পর তারাপীঠ মন্দিরে দেখা যায় তাঁকে। তারা মায়ের গর্ভগৃহে গিয়ে পুজো দেন অনুব্রত।

আরও পড়ুন- পৃথিবীর ১৭ টি দেশে হানা দিয়েছে ভারতীয় স্ট্রেন, ঘোর বিপদের বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Advt