‘উধাও’ নজরবন্দি অনুব্রত, হন্যে হয়ে খুঁজছেন ম্যাজিস্ট্রেট-আধাসেনা

0
1

ভোট গ্রহণের আগে তাঁকে নজরবন্দি করেছিল কমিশন। আর সেই অবস্থাতেই ‘উধাও’ বীরভূমে তৃণমূলের (Tmc) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বুধবার সকালে সবার সামনে দিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি। তারপরের থেকে আর তাঁর হদিশ পাচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। খুঁজতে লেগে পড়েছেন ম্যাজিস্ট্রেটও। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত বীরভূমের এই দাপুটে নেতাকে ‘নজরবন্দি’ করেছে কমিশন (Commission)। কিন্তু বুধবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ তিনি যখন বাড়ি থেকে বেরোন, তাঁর গাড়ির সঙ্গেই ছিলেন ম্যাজিস্ট্রেট ও ৮ জওয়ান। তাঁরা ছিলেন অন্য একটি গাড়িতে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ‘নিখোঁজ হয়ে যায় অনুব্রতর গাড়ি। সূত্রের খবর, লাভপুর থেকে আমোদপুরের দিকে গিয়েছে অনুব্রতর গাড়ি। সেদিকেই রওনা দিয়েছেন কমিশনের আধিকারিকরাও।

২৯ এপ্রিল বীরভূমে ভোট গ্রহণ। শেষ দফা নির্বাচনে কমিশনের নজর বীরভূম। সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে সেই জেলায়। মঙ্গলবার কমিশন নজরবন্দি করার পরেও ভাবলেশহীন ছিলেন অনুব্রত। জানিয়েছিলেন, ‘খেলা হবে’। অনুব্রত বলেছিলেন, তাঁকে নজরবন্দি করা কমিশনের রুটিন ডিউটি। “তবে ভাল হয়েছে। আমি যেখানে যাব, ওঁরা সঙ্গে ছুটবে”। পরের দিন সকাল থেকেই কার্যত কমিশনকে ছোটানো শুরু করে দিলেন বীরভূমের ‘কেষ্টদা’।

Advt