আড়াই ঘণ্টা পরে অনুব্রতর নাগাল পেল কমিশন, কোথায় ছিলেন তিনি?

0
1

অবশেষে তারাপীঠ মন্দিরে অনুব্রত মণ্ডলের সন্ধান  (Anubrata Mandal) পেল কমিশন।

নজরবন্দি থেকেও কমিশনের সঙ্গে কার্যত লুকোচুরি খেলেন বীরভূমের (Birbhum) তৃণমূলের (Tmc) জেলা সভাপতি। মঙ্গলবার, বিকেল পাঁচটা থেকেই তাঁকে নজরবন্দি করেছে নির্বাচন কমিশন। বাড়িতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকাল ১১:৪০ নাগাদ জওয়ানদের সামনে দিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে যান অনুব্রত। রাস্তায় তাঁর গাড়ির হদিশ হারিয়ে ফেলে কেন্দ্রীয় বাহিনী ও ম্যাজিস্ট্রেট। কমিশনের তরফে জানানো হয়েছে, ট্রাফিক সিগনালে একটু বেশিই এগিয়ে যায় অনুব্রতর গাড়ি। হদিশ পাওয়া যায়।

কিন্তু সূত্রের খবর, আড়াই ঘণ্টা অনুব্রত মণ্ডলের কোনো খোঁজ পায়নি কমিশন। বীরভূমের সব থানাকে সতর্ক করা হয়। শেষে তারাপীঠ থানার পুলিশ জানায়, মন্দিরে পুজো দিচ্ছেন অনুব্রত। তখন আবার তাঁর সন্ধান পায় আধাসেনারা।

বীরভূমে ভোটের আগে নজরবন্দি তৃণমূলের জেলা সভাপতি। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত তাঁকে নজরবন্দি রাখছে কমিশন।বোলপুরে অনুব্রতর বাড়ির বাইরে মোতায়ন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর 8 জওয়ান। তাঁকে নজরবন্দি করার নির্দেশের পরেও ভাবলেশহীন ছিলেন অনুব্রত। বলেছিলেন, তাঁকে নজরবন্দি করা কমিশনের রুটিন ডিউটি। তিনি যেখানে যাবেন, ওরাও সেখানে ছুটবে। পরের দিন সকালে কার্যত কমিশনকে ছুটিয়ে ছাড়লেন বীরভূমের ‘কেষ্টদা’। অবশেষে তারাপীঠ মন্দিরে তাঁর সন্ধান পেয়ে হাঁফ ছেড়ে বাঁচল কমিশন।

আরও পড়ুন:পশ্চিমবঙ্গের সব হাসপাতালে অক্সিজেন পৌঁছে দিতে মরিয়া নবান্ন

 

Advt