ভ্যাকসিন না পেয়ে তুলকালাম পানিহাটিতে

0
1

সূর্যের আলো ফোটার আগে থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলল না করোনার ভ্যাকসিন ৷ কেউ লাইনে অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পরলেন, কেউ আবার হতাশ হয়ে বাড়ির পথ ধরলেন ৷ টিকাকরণ কেন্দ্রে দেখা মিলল না কোনও কর্মীর ৷ আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন পানিহাটির বাসিন্দারা ৷ ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ জনতা সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ করলেন ৷
বুধবার ভ্যাকসিন নেবেন বলে পানিহাটি পুরসভার লোকসংস্কৃতি ভবনের সামনে লাইন দিয়েছিলেন হাজার খানেক বাসিন্দা ৷ দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরেও মেলেনি ভ্যাকসিন ৷ এমনকি সেখানে উপস্থিত ছিলেন না কোনও স্বাস্থ্য কর্মী কিংবা পুরসভার কোনও কর্মী ৷ যখন ধৈর্যের বাঁধ ভেঙে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন সবাই, সেই সময় কর্তৃপক্ষ জানায় আজ ভ্যাকসিন দেওয়া হবে না ৷ এর পরই ক্ষুব্ধ জনতা সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ করেন ।
এদের অনেকেই ভোড় সাড়ে তিনটে-চারটে থেকে ভ্যাকসিন নেবেন বলে দাঁড়িয়েছিলেন ৷ এরপর কবে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়েও দেওয়া হয়নি কোনও তথ্য ৷ এই অবরোধের ফলে ব্যস্ত রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয় ।

Advt