খায়রুল আলম, ঢাকা
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার সরবরাহ সঙ্কটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা ‘স্পুৎনিক-ভি’ আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ সরকার।
মেডিসিন অধিদপ্তরের অধিকর্তা মেজর জেনারেল মাহবুবুর রহমান মঙ্গলবার এই তথ্য জানান।
তিনি বলেন, ২৪ এপ্রিল এই টিকা ব্যবহারের অনুমোদনের জন্য মেডিসিন অধিদপ্তরে আবেদন করা হয়েছিল। মঙ্গলবারের সভায় তা অনুমোদন পেল।
“আমরা আজ এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিলাম। এখন এটা বাংলাদেশে আমদানি ও ব্যবহারে কোনও বাধা রইল না।”
ঔষধ প্রশাসন অধিদপ্তর গত ৮ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা আমদানি ও দেশে জরুরি ব্যবহারের অনুমতি দেয়। ‘স্পুৎনিক-ভি’ হল করোনাভাইরাসের দ্বিতীয় টিকা, যা বাংলাদেশে মানুষের ওপর প্রয়োগের অনুমোদন দেওয়া হল।
এর আগে পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ব্যবহারের জন্য স্পুৎনিক-ভি টিকার এক হাজার ডোজ দেশে আনার অনুমতি দিয়েছিল সরকার। তবে তা বাংলাদেশের নাগরিকদের জন্য ছিল না।




































































































































