আগামী ২৯ এপ্রিল রাজ্যে শেষ তথা অষ্টম দফার ভোটগ্রহণ। রাজ্যের ৪ জেলার মোট ৩৫ আসনে এদিন ভোটগ্রহণ হবে। পাশাপাশি ভোট নেওয়া হবে চতুর্থ দফার দিন শীলকুচিতে যে বুথের সামনে গুলি চালানোর অভিযোগ উঠেছিল সেই ১২৬ নম্বর বুথেও। এই দফাতেও কড়া কমিশন। নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন। কমিশন সূত্রে খবর অষ্টম দফাতে মোট কেন্দ্রীয় বাহিনী থাকবে ৭৫৩ কোম্পানি। ভোটের কাজে ব্যবহার করা হবে ৬৪১ কোম্পানি। সবথেকে বেশি বাহিনী মোতায়েন থাকবে বীরভূমে। তারপরই মুর্শিদাবাদে। দেখে নেওয়া যাক, শেষ দফায় কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে-
- বীরভূম – ২২৪ কোম্পানি
- মুর্শিদাবাদ – ২১২ কোম্পানি
- মালদা – ১১০ কোম্পানি
- কলকাতা উত্তর – ৯৫ কোম্পানি
অষ্টম দফায় মোট বুথ তৈরি হচ্ছে ১১ হাজার ৮৬০ টি। বীরভূমে ৩৯০৮, মালদায় ২০৭৩, মুর্শিদাবাদে ৩৭৯৬ এবং কলকাতা উত্তরে ২০৮৩ টি বুথ থাকবে।
আরও পড়ুন- সংকটের সময় পাকিস্তান অক্সিজেন পাঠাতে চাইলেও বাধা কেন্দ্রের, তোপ পাঞ্জাব কংগ্রেসের





























































































































