শ্বাসকষ্ট শুরু হওয়ায় মাকে রাস্তায় ফেলে গেল ছেলে, মৃত্যু হল করোনা আক্রান্তের

0
2

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। কঠিন এই সময়ে ফের একবার চরম অমানবিকতার ছবি ফুটে উঠল কানপুরে(Kanpur)। শ্বাসকষ্টের কথা বলায় মাকে রাস্তায় ফেলে চলে গেল ছেলে। নৃশংস এই ঘটনায় মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত(coronavirus) হতভাগ্য সেই মায়ের। রবিবার ঘটনাটি ঘটেছে কানপুর শহরের চাকেরি অঞ্চলে তাদ বাগিয়াতে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, ৫৮ বছর বয়সী ওই মহিলা ছেলের সঙ্গে চাকেরির মাক্কুপুরাতে থাকেন। তাঁর স্বামী ছিলেন সেনার লেফটেন্যান্ট কর্নেল। রবিবার ওই মহিলা তাঁর ছেলেকে জানান শ্বাসকষ্টের সমস্যার(breathing problem) কথা। এরপর মায়ের দায়িত্ব ঘাড় থেকে ঝেড়ে ফেলতে ছেলের সিদ্ধান্ত নেয় হাসপাতালের পরিবর্তে মাকে বিবাহিত বোনের বাড়িতে রেখে আসবে। তবে মেয়ে জানিয়ে দেয় এই অবস্থায় অসুস্থ মাকে তাঁর কাছে তিনি রাখতে পারবেন না। এরপর ডাক্তারের কাছে যাওয়ার নাম করে মাঝরাস্তায় মাকে ফেলে চলে যায় ওই মহিলার সন্তান। দীর্ঘক্ষন মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে বুঝতে পারে মহিলা করোনা আক্রান্ত।

আরও পড়ুন:সংক্রমণ নিয়ন্ত্রণে এবার দু’সপ্তাহের কার্ফু জারি করল কর্ণাটক

এরপর পুলিশের তরফ থেকে ওই মহিলাকে ভর্তি করা হয় উরসুলার একটি হাসপাতলে। মহিলার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তবে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। নৃশংস এই ঘটনার পর ওই মহিলার ছেলের বিরুদ্ধে স্বপ্রণোদিতভাবে অভিযোগ দায়ের করে পুলিশ। তবে বর্তমানে ওই অভিযুক্ত পলাতক তার বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Advt