সপ্তম দফার শুরুতেই মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর, মসুহারা খাতুন গাড়িতে হামলার অভিযোগ ওঠে। প্রার্থীর অভিযোগ তাঁর গাড়িতে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। এরপর তাঁকে আটক করে সশস্ত্র দুষ্কৃতীরা। যদিও নির্বাচন কমিশনের দাবি, বিজেপি প্রার্থীর হামলার অভিযোগ ভিত্তিহীন। তাঁর উপর কোনও হামলা হয়নি বলে পালটা জানায় নির্বাচন কমিশন।
বিজেপি প্রার্থী , মসুহারা খাতুনের অভিযোগ ভোটারদের ভোটদানে বাধা ও পোলিং এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে বলে খবর পান তিনি। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছন। তাঁর অভিযোগ ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা করে। ঘটনাস্থলে পুলিশ এসে বিজেপি প্রার্থীকে এলাকা থেকে বের করে নিয়ে যায়। এমনকি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছেন ওই বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ ঘটনার এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যইও বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন। এরপরই এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে কমিশন।
অন্যদিকে ভোটের আগের রাতে এই বিধানসভার অন্তর্গত পানিপিয়ায় বোমায় জখম হন মহিলা কংগ্রেস সমর্থক আরিজান বেওয়া। তাঁর অভিযোগ, গতকাল রাত ১০টা নাগাদ কয়েকজনের সঙ্গে বাড়ির বাইরে বসেছিলেন ৮০ বছরের ওই কংগ্রেস সমর্থক। সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমায় তিনি গুরুতর আহত হন। এরপর তাঁকে মুর্শিদাবাদ মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এই ঘটনার বিপরীতে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































