এবার করোনা যোদ্ধাদের পাশে বলিউডের ‘ভাইজান’ সলমন খান। চিকিৎসক, নার্স, পুরসভার কর্মী, প্রশাসন সহ ৫ হাজার ফ্রন্টলাইন যোদ্ধাদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন সলমন। রবিবার থেকে শিবসেনার যুব শাখার সঙ্গে মিলিতভাবে এ কাজ করছেন তিনি।
গতবছর পরিযায়ী শ্রমিকদের রেশন পৌঁছে দিয়েছিলেন ভাইজান। দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরে করোনা যোদ্ধাদের পাশে দাঁড়ালেন সলমন। দলের কোর কমিটির সদস্য রাহুল কনল জানিয়েছেন, সলমনের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন এবং জলের বোতল তুলে দেওয়া হচ্ছে সবার হাতে। সলমন নিজে দাঁড়িয়ে থেকে খাবারের মান পরীক্ষা করছেন।
Big thank you @AUThackeray ji @BeingSalmanKhan bhai for making this possible as team @yuvasenabandraw for reaching out our Frontline force… means a lot when bhai comes to keep a check on the supply and motivate the team to reach out to one and all..Jai Hind !!! Jai Maharashtra pic.twitter.com/MNkk6JcbGn
— Rahool N Kanal (@RahoolNKanal) April 25, 2021
আরও পড়ুন-বুর্জ খালিফায় #StayStrongIndia বার্তা দিয়ে ভারতের পাশে সংযুক্ত আরব আমিরশাহী
জানা গিয়েছে, যত দিন মুম্বইয়ে লকডাউন চলবে তত দিন ‘ভাইজেনস কিচেন’ এবং শিবসেনার যুব শাখা যৌথ ভাবে বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা থেকে বিকেসি-তে খাবার পৌঁছে দেবে। আপাতত ৫ হাজার জনের খাবার পৌঁছে দেওয়া হবে।
পাশাপাশি, ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে অসুস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার। কোভিড 19 ত্রাণের জন্য গঠিত বিজেপি নেতা গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থাকে এক কোটি টাকা দান করলেন বলিউডের খিলাড়ি৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন গৌতম গম্ভীর৷ লিখেছেন, “এই অন্ধকারময় পরিস্থিতিতে প্রতিটি সাহায্যই একটা আশার আলো ৷ খাবার, ওষুধ ও অক্সিজেন সরবরাহের কাজে গৌতম গম্ভীর ফাউন্ডেশনে এক কোটি টাকা দান করার জন্য অক্ষয় কুমারকে ধন্যবাদ ৷ ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন ৷”
Every help in this gloom comes as a ray of hope. Thanks a lot @akshaykumar for committing Rs 1 crore to #GGF for food, meds and oxygen for the needy! God bless 🙏🏻 #InThisTogether @ggf_india
— Gautam Gambhir (@GautamGambhir) April 24, 2021
প্রাক্তন ক্রিকেটারের এই টুইটের জবাবে অক্ষয় কুমার লিখেছেন, “গৌতম গম্ভীর, এটা সত্যিই খুব কঠিন সময় ৷ আমি সাহায্য করতে পেরে আনন্দিত৷ খুব শীঘ্রই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠব বলে আশা রাখি ৷ নিরাপদে থেকো৷”