আইপিএল থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু কেন?

0
1

করোনা আবহে আইপিএল থেকে সরে দাঁড়ালেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কঠিন সময়ে পরিবার ও বর্ধিত পরিবারের পাশে থাকতেই এই পদক্ষেপ। আপাতত আইপিএল থেকে সরে দাঁড়ালেন দলের নির্ভরযোগ্য স্পিনার।
সোশ্যাল মিডিয়াতে অশ্বিন জানান, এ বছরের আইপিএলে মঙ্গলবার থেকেই বিরতি নিচ্ছি। কোভিড-১৯-এর বিরুদ্ধে আমার পরিবার ও বর্ধিত পরিবার লড়াই করছে। কঠিন সময়ে তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চাই। সব কিছু সঠিক পথে ঠিকঠাক এগোলে পরে আইপিএলে নামতে পারি। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ভ্যাক্সিন নিন, এমন বার্তাও দিয়েছেন অশ্বিন।
অশ্বিন নিজের টুইটার প্রোফাইলের নামও বদলে দিয়েছেন। নিজের নাম নয়, ‘স্টে হোম স্টে সেফ! টেক ইয়র ভ্যাক্সিন’ নামে পরিচিত তিনি এখন। অশ্বিনের সিদ্ধান্তকে স্বাগত জানাল দিল্লি ক্যাপিটালস।

Advt