পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন সায়নী

0
3

সোমবার সপ্তম দফার নির্বাচনে আসানসোল দক্ষিণ (Asansol Dakshin) কেন্দ্রের একটি বুথে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল (TMC) প্রার্থী। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Sayani Ghosh)। দলীয় কর্মী-সমর্থকদের উপর লাঠি চালিয়েছে পুলিশ। এই অভিযোগ পেয়ে সোনমনি ফ্রি প্রাইমারি স্কুলের বুথে পৌঁছান তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সেখানেই পুলিশের সঙ্গে তাঁর কথা কাটাকাটিও হয়।

কি হয়েছিল সেই কেন্দ্রে? অভিযোগ, সোমবার বার্নপুরের একটি বুথের সামনে ভিড় করেছিলেন তৃণমূলের লোকজন। তৃণমূল কর্মীদের ওপর পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের কাছে লাঠি চালানোর কারণ জানতে চান সায়নী। জবাবে নিত্যানন্দ মণ্ডল নামের এক এএসআই বলেন, ‘আপনি প্রার্থী, আপনি একা কথা বলুন। এত লোক কেন এখানে? আগে এদের হঠান। তার পর আপনার সঙ্গে কথা বলব।’ পাল্টা সায়নী বলেন, ‘ডোন্ট শাউট। উই নো অল অ্যাবাউট ইট’। সায়নীর দাবি, তাঁদের ছেলেদের বিরুদ্ধে ‘বোকা বোকা অভিযোগ আনা হচ্ছে, এক্তিয়ার বহির্ভূতভাবে লাঠি চার্জ করা হচ্ছে। ইচ্ছা করে এক তরফা তাদের বুথ ক্যাম্প ভেঙে দিচ্ছে পুলিশ’।

আরও পড়ুন- ৯৩টি অক্সিজেন-প্ল্যান্ট তৈরির অনুমোদন চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

Advt