করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সেনার তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন বাহিনী প্রধান বিপিন রাওয়াত

0
1

দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতের (Bipin Rawat) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(prime minister Narendra modi)। এই সংকটজনক পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য কীভাবে পাওয়া যেতে পারে, বা আদৌ পাওয়া যেতে পারে কী না সেসব নিয়েই সোমবার বৈঠক হয় বলে জানা গিয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা  কোভিড সেন্টারগুলিতে কাজ করবেন। যারা দু এক মাসের মধ্যে বা গত দু-বছরের মধ্যে আগাম অবসর নিয়েছেন, তাঁদেরকেই এ কাজে ডাকা হচ্ছে। এছাড়াও অন্যান্য অবসরপ্রাপ্ত মেডিক্যাল অফিসারদেরও করোনা রোগীদের সুস্থ করে তোলার কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যে সমস্ত মেডিক্যাল অফিসাররা কম্যান্ড, ডিভিশন এবং বায়ু ও নৌসেনার প্রধান দফতরের দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরাও এখন থেকে কোভিড হাসপাতালের দায়িত্ব সামলাবেন। সাম্প্রতিক অক্সিজেন সংকট নিয়েও দুজনের মধ্যে বহুক্ষণ কথা হয়েছে বলে সেনা ও প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আপাতত সশস্ত্র বাহিনীর কাছে যত পরিমাণ অক্সিজেন রয়েছে, তা হাসপাতালগুলিকে দিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে দেশের নানা প্রান্তে যত দ্রুত সম্ভব যাতে অক্সিজেন পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারেও সেনাবাহিনী ১০০ শতাংশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি চিকিৎসকদের সহায়তার জন্য সেনাবাহিনীর নার্সদেরকেও পাঠানো হবে বলে জানানো হয়েছে।

প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্যাম্প বা তাঁবু তৈরির যে সমস্ত পরিকাঠামো বা চিকিৎসা সরঞ্জাম থাকে, তা দিয়ে কোভিড রোগীর চিকিৎসা কেন্দ্র বানানো হতে পারে বলে জানা গিয়েছে।