‘এবার কেন্দ্রীয় বাহিনীকে ফেরত নিন, সেফ হাউস করতে পারছি না’, কমিশনকে তোপ মমতার

0
1

“ঢের হয়েছে, এবার কেন্দ্রীয় বাহিনীকে ফেরত নিন৷ করোনার মধ্যেও সেফ হাউস করতে পারছি না।”

বিধানসভা ভোটের শেষ প্রচার সভাতেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের সুর চড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
সোমবার মিনার্ভা থিয়েটার হলে আয়োজিত ভার্চুয়াল সভায় করোনা পরিস্থিতির প্রেক্ষিতে তৃণমূল নেত্রী কমিশনের কাছে দাবি করেন, “কেন্দ্রীয় বাহিনী (Central Force) এখানে এসে জায়গা দখল করে রেখে দিয়েছে। তিন মাস ধরে ওদের এখানে এনে জায়গা ভরিয়ে রেখেছে বিজেপি (BJP)। ওদের জন্য এই করোনার মধ্যেও সেফ হাউস (Safe House) করতে পারছি না। কমিশনকে অনুরোধ করছি, দয়া করে এদের নিয়ে যান।”

Advt