দেবস্মিত মুখোপাধ্যায়
(হেলিকপ্টারে সফরসঙ্গী)
দেশের মানুষের জন্য অক্সিজেন নেই। আর মোদির মন কি বাত শোনাচ্ছেন। রোগীকে কি রেডিও চালিয়ে সুস্থ করা হবে? হেলিকপ্টারে মালদহে প্রচারে যাওয়ার পথে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে ধুয়ে দিলেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, তৃণমূল নেতা তথা প্রার্থী মানস ভুঁইয়া (Manash Bhuiya) এবং আরেক প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-র (Sujata Mandal Khan) সঙ্গে মালদহে প্রচারে গিয়েছেন তৃণমূল মুখপাত্র। সেই সফরের সঙ্গী ‘এখন বিশ্ব বাংলা সংবাদ”।
আরও পড়ুন-শ্লীলতাহানির অভিযোগে আটক বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট
কুণাল বলেন, করোনা (Corona) পরিস্থিতিতে কোনও অবস্থাতেই প্রচার করতে চাইছে না তৃণমূল। কিন্তু বাধ্য হয়েই তাঁদের পথে নামতে হচ্ছে। কুণালের অভিযোগ, বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন প্রচারে রাশ টানেনি। শুধু তাই নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বারবার বলা সত্ত্বেও শেষের দফাগুলি একসঙ্গে করার অনুমতি দেয়নি কমিশন। এদিকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে গেরুয়া শিবির কুৎসামূলক প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র। তার জবাব দিতে বাধ্য হয়ে তাঁদের পথে নেমে প্রচার করতে হচ্ছে বলে জানান তিনি।
একই সঙ্গে কুণাল বলেন, যে সময়টা করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাজ করা যেত, সেই সময়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় প্রচারে এসেছেন। দেশের মানুষের জন্য ভ্যাকসিন (Vaccine), ওষুধের ব্যবস্থা না রেখে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার আহ্বান জানান কুণাল।





































































































































