দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরলো সাড়ে ৩ লক্ষ, মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক

0
1

গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার ‘করোনা-পর্বে’ সর্বোচ্চ। সোমবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ২ হাজার ৮১২ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লক্ষ ১৩ হাজার ৬৫৮ জন।

আরও পড়ুন-ক্রমেই ভয়াবহ হচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১৬ হাজার ছুঁই ছুঁই

এদিন হয়েছে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,৮১২ জন। এখনও পর্যন্ত করোনায় ১ লক্ষ ৯৫ হাজার ১১৬ জন প্রাণ হারিয়েছেন। সক্রিয় রোগীর বৃদ্ধির জেরে ঘটতি দেখা দিয়েছে স্বাস্থ্য পরিষেবাতেও। হাসপাতালগুলিতে নেই বেড। অক্সিজেনের আকাল। এরই মধ্যে দেশে চলছে করোনার টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ৯ লক্ষ ৯৪ হাজার ৮০৬ জন। এ নিয়ে দেশে টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ১৯ লক্ষ ১১ হাজার ২২৩ জন।

সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। পাশাপাশি পশ্চিমবঙ্গেও গতকাল রেকর্ড সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত ৫৭।

Advt