করোনায় বেহাল ভারতকে ১৩৫ কোটি টাকা সাহায্যের ঘোষণা গুগলের

0
3

করোনার (coronavirus)দ্বিতীয় ঢেউয়ে বেহাল দশা ভারতের(India)। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পর্যাপ্ত অক্সিজেন নেই। নেই জীবনদায়ী ওষুধ। হাসপাতালগুলিতে(Hospital) ফুরিয়ে এসেছে বেডের সংখ্যা। ভয়াবহ এই পরিস্থিতিতে আতঙ্কিত দেশবাসী। এখানে অবস্থান মাঝেই কঠিন এই সময়ে ভারতে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিল গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

সোমবার এক টুইটে গুগল(Google) সিইও সুন্দর পিচাই(Sundar Pichai) উদ্বেগ প্রকাশ করে জানান, “ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতি দেখে বিধ্বস্ত বোধ করছি। এমন গুরুতর পরিস্থিতিতে সংক্রমিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমস্ত রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল। এই কাজে পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ।”

সুন্দর পিচাইয়ের পাশাপাশি ভারতকে সহায়তার বার্তা দিয়ে টুইট করেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। সোমবার টুইট করে তিনি লেখেন, “ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। গুরুতর এই অবস্থায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে আমার ধন্যবাদ। এ বিপর্যয়ের সমস্ত রকম চিকিৎসাসংক্রান্ত ত্রাণ পৌঁছে দিতে যত রকমের সহযোগিতা প্রয়োজন সবটাই করবে মাইক্রোসফট। একই সঙ্গে ভারতের জন্য অক্সিজেন কনসেনট্রেশন যন্ত্র কেনায় সহযোগিতা করব আমরা।”

আরও পড়ুন:শোভনদেব এবং দেবাশিস কুমারকে বুথে ঢুকতে বাধা, অভিযোগের তির কেন্দ্রীয় বাহিনীর দিকে

উল্লেখ্য, ভারতে যে হারে করোনার প্রকোপ বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইতিমধ্যেই ভারতকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন আমেরিকা ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়ে ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Advt