ভোট দিন। কে জিতবে সেটা বড় কথা নয়। কিন্তু বাংলার মানুষ হারতে পারেন না।’ সপ্তম দফা বিধানসভা নির্বাচন চলাকালীন নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বার্তা লিখে জনগন ও অনুরাগীদের উৎসাহিত করলেন সাংসদ অভিনেতা দেব (renowned actor and mp dev adhikari) ।তবে নিজের এলাকায় নির্বাচন না থাকলে করোনা পরিস্থিতির জন্য বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছেন দেব। তিনি লিখেছেন, ‘যদি আপনার এলাকায় নির্বাচন থাকে, তাহলে গিয়ে নিজের ভোট দিন। আজকে বাড়ি থেকে বেরনোর জন্য আপনাকে রাজনীতিবিদ হতে হবে না। আজ আপনিই রাজনীতিবিদ তৈরি করতে পারবেন’।

কিছুদিন আগে দেব ট্যুইট করেছিলেন, ‘বাইরে বেরতে হলে অবশ্যই মাস্ক পরুন। যদি আপনি রাজনীতিবিদ না হন, তাহলে অপ্রয়োজনে বাইরে বেরবেন না (আমাদের দেশে শুধু ওঁরাই নিয়ম তৈরি করেন এবং ভাঙেন)। আপনারা সুস্থ থাকুন।’ দেবের এই মন্তব্য নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে । দেব ঠিক কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন তা নিয়েও় নানা প্রশ্ন ছড়িয়েছিল। যদিও দেব কারোর কোন প্রশ্নেরই কোনো উত্তর দেননি । তবে সেদিন করোনার কারণে বাড়ি থেকে বেরতে বারণ করলেও আজ কিন্তু ভোট দিতে যেতেই উৎসাহিত করেছেন দেব (Dev Adhikari)।




































































































































