করোনা আবহের আতঙ্কের মধ্যেই হচ্ছে আইপিএল। ভারতে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা, তখন আইপিএল থেকে একে একে নাম প্রত্যাহার করে নিচ্ছেন অনেকে। রবিবার রাতে ও সোমবার সকালে এক ধাক্কায় চার ক্রিকেটার সরে দাঁড়ালেন আইপিএল থেকে।যাঁদের মধ্যে শুধু আর অশ্বিন ভারতীয়। বাকি তিনজনই বিদেশি। আরও তাৎপর্যপূর্ণভাবে, তিনজনই অস্ট্রেলিয়ার। অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। এঁদের মধে জাম্পা ও রিচার্ডসন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার। আর টাই খেলছেন রাজস্থান রয়্যালসে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, যাঁরা চলে যেতে চান তাঁদের আটকানো হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “এখনও পর্যন্ত যা খবর, আইপিএল চলবেই। তবে কেউ চলে যেতে চাইলে কোনও সমস্যা নেই। তাঁকে আটকানো হবে না।”
অভিনব বিন্দ্রা থেকে শোয়েব আখতার, প্রত্যেকেই আইপিএল বন্ধের স্বপক্ষে মত দিয়েছেন । কারণ, দেশের লক্ষ লক্ষ মানুষ করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল । কিন্তু তাতেও হেলদোল নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। আসলে যে বিপুল পরিমাণ অর্থ এই টুর্নামেন্টর সঙ্গে জড়িয়ে আছে, তাকে সহজে হাতছাড়া করতে নারাজ বিসিসিআই । তাই যতই করোনা আতঙ্কে কাঁপুক আইপিএল, তারা টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার বিষয়ে অনড়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.