অক্সিজেনের হাহাকার, বাঁচতে অযোধ্যা ছেড়ে চুঁচুড়ায় ভর্তি দম্পতি

0
2

লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে সঙ্কট দেখা দিয়েছে অক্সিজেনের। হাসপাতালগুলির করুণ অবস্থা। ঠিকমতো চিকিৎসা না পেয়ে এবার সুদুর অযোধ্যা থেকে অ্যাম্বুল্যান্স ভাড়া করে এসে পশ্চিমবঙ্গের হাসপাতালে ভর্তি হলেন এক কোভিড আক্রান্ত দম্পতি। বর্তমানে তাঁরা চুঁচুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

যোগীরাজ্য উত্তপ্রদেশের অযোধ্যার বাসিন্দা লালজি যাদব ও তাঁর স্ত্রী রেখা যাদব। দুজনেই সম্প্রতি করোনায় আক্রান্ত হন। স্ত্রী রেখা যাদবের অবস্থা স্থিতিশীল হলেও তাঁর স্বামী লালজি যাদবের অক্সিজেনের প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা। কিন্তু সেখানকার একাধিক হাসপাতাল এবং নার্সিংহোম ঘুরেও কোনও লাভ হয়নি। এরপরই দিশেহারা হয়ে তাঁরা পশ্চিমবঙ্গের মগরার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন। ওই আত্মীয়ের কথামতো তাঁরা গত বৃহস্পতিবার ৬০ হাজার টাকায় একটি অ্যাম্বুল্যান্স ভাড়া করে চুঁচুড়ার দিকে রওনা দেন লালজি ও রেখা যাদব। শুক্রবার বিকেলে তাঁরা ভর্তি হন চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই এখন তাঁদের চিকিৎসা চলছে। রোগীর আত্মীয় রবিশঙ্কর যাদব জানান, ওখানকার হাসপাতালে কোনও সুরাহাই হচ্ছিল না। উত্তরপ্রদেশে অক্সিজেনের অভাব তো রয়েইছে, চিকিৎসাও ঠিকমতো হচ্ছিল না।

আরও পড়ুন- চাইলেই সবকিছু পারে না : মাদ্রাজ হাইকোর্টের কমিশন- ভর্ৎসনায় মন্তব্য অরুণাভর

Advt